টাঙ্গাইলে এনজিওকর্মীর গলায় রশি বাঁধা লাশ, আটক ২

টাঙ্গাইলে এক এনজিওকর্মীর গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 03:44 PM
Updated : 20 Nov 2019, 03:44 PM

জেলার মির্জাপুর থানার ওসি মো.সায়েদুর রহমান জানান, বুধবার সকালে ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের একটি সেতুর নিচে থেকে রণজিৎ কুমার পালের (৩০) লাশ উদ্ধার করেন তারা।

রণজিৎ ওই এলাকায় দিশা নামে একটি এনজিওতে কাজ করতেন। ঠাকুরগাঁও জেলার পোশা মণ্ডলপল গ্রামের অতুল পালের ছেলে।

দিশার কর্মীরা জানান, রণজিৎ মঙ্গলবার সকালে ঋণের কিস্তি আদায়ের জন্য বের হন। কয়েকটি সমিতি থেকে কিস্তি আদায় করে দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ারের বাড়িতে যান। এরপর তার মোবাইল ফোন বন্ধ পান তার সহকর্মীরা।

দিশার কর্মীরা দুল্যা মুনসুর গ্রামে সমিতির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন। বিকাল ৪টার দিকে ছানোয়ারের বাড়ির পাশে একটি দোকান ঘরের পাশে রণজিতের বাইসাইকেল ও ব্যাগ পান তারা।

এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মির্জাপুর থানায় সাধারণ ডায়রি করে এনজিও কর্তৃপক্ষ। বুধবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি সায়েদুর বলেন, “পুলিশ গিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় রণজিৎ পালের লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আকবর হোসেনের দুই ছেলে সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে বলে জানান ওসি সায়েদুর।