সিরাজগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে আগুন ধরে ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2019, 04:44 PM
Updated : 15 Nov 2019, 04:44 PM

পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন কর্মকর্তা (পাকশী) আব্দুল্লাহ আল মামুন জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর শুক্রবার রাত ৮টার দিকে মিটারগেজ ও ব্রডগেজ উভয় লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত ৮টা নাগাদ শুধু একটি ব্রডগেজ লাইন সচল করতে সক্ষম হয় রেল কর্তৃপক্ষ। তখন থেকেই ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে মিটারগেজ লাইন মেরামতের কাজও শুরু হয়। আর তা শেষ হয় শুক্রবার রাত ৮টা নাগাদ।

রেল কর্মকর্তা মামুন বলেন, “ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর শুক্রবার রাত ৮টা থেকে ব্রডগেজ ও মিটারগেজ উভয় লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।”

মামুন বলেন, বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় রংপুর এক্সপ্রেসের আটটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর মধ্যে আগুনে দুটি বগি ও ইঞ্জিন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকিগুলোয় আগুন না লাগলেও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো এখনও সচল করা যায়নি।

এদিকে দুর্ঘটনার জন্য দায়ী হিসেবে রেলওয়ের কয়েকজন কর্মচারীকে আটকের খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে।

এ বিষয়ে রেল কর্মকর্তা মামুন বলেন, “আমরা অনেককে জিজ্ঞাসাবাদ করছি। কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।”