ঝিনাইদহের সীমান্তে স্বর্ণালঙ্কারের চালান আটক

ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দুই শতাধিক স্বর্ণের আংটি উদ্ধার করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2019, 02:12 PM
Updated : 12 Nov 2019, 02:12 PM

মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার মাতলার আইট গ্রামে এই অভিযান চালানো হয় বলে বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান।

কামরুল আহসান সাংবাদিকদের বলেন, বিজিবি গোপন সংবাদ পেয়ে ভারত থেকে আসা স্বার্ণালঙ্কারের চালানটি আটক করেছে।

“দুপুর ১টার দিকে বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে ৬০/২৭ আর সীমান্ত পিলারের পাশ দিয়ে ব্যাগ হাতে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে দেখে। বাংলাদেশের ভিতরে ঢুকলে বিজিবি তাকে চ্যালেঞ্জ করে এবং ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।”

কর্নেল কামরুল জানান, ব্যাগটি তল্লাশি করে ২১৬টি স্বর্ণের আংটি পাওয়া যায়, যার ওজন ৬১২ দশমিক ২২ গ্রাম। এগুলোর মূল্য ২৯ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা।

উদ্ধার করা আংটিগুলো সন্ধ্যায় ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয় হয়েছে বলে জানান তিনি।