বুলবুলে নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঘূর্ণিঝড় বুলবুলে দমকা হাওয়ায় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে শরীয়তপুরে আরও এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 08:41 AM
Updated : 11 Nov 2019, 08:55 AM

নিহত আলেয়া বেগম (৩৮) ডামুড্যা উপজেলার বড় সিধলকুড়া গ্রামের আজগর ঘরামির স্ত্রী।

ডামুড্যা উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিন জানান, রোববার দুপুরে শরীয়তপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে গাছ ভেঙে আলেয়ার ঘরের উপর পড়ে।     

“এ সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আলেয়ার মৃত্যু হয়।”

এছাড়া এ ঘটনায় আলেয়ার স্বামী এবং আতাউর রহমান ও মিজানুর রহমান নামে আরও দুইজন আহত হয়েছেন বলে ইউএনও জানান।

এর আগে রোববার ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়ায় গাছ ও ঘর চাপা পড়ে এবং আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে দশ জেলায় ১৩ জনের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা, বরগুনা ও গোপালগঞ্জে দুইজন করে এবং পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, পিরোজপুর, মাদারীপুর, বরিশাল ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।

এর বাইরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে আবুল কালাম নামে ৪০ বছর বয়সী এক মাছ চাষী শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ঘূর্ণিঝড় বুলবুলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে উপড়ে গেছে বহু গাছ, বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। অনেক জায়গায় পোল ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।