ভোলায় গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’: রিমান্ডে ছাত্রলীগ নেতা

ভোলায় গৃহবধূকে স্পিডবোট থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক সাবেক ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 11:43 AM
Updated : 3 Nov 2019, 11:44 AM

ভোলার বিচারিক হাকিম মো. নুরু মিয়া রোববার এ আদেশ দেন।

হেফাজতে (রিমান্ড) নেওয়া মো. নজরুল ইসলাম মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

এদিকে, শনিবার নজরুলের স্ত্রী রিমা বেগম ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নজরুলকে নির্দোষ বলে দাবি করেন।  

গত শনিবার দুপুরে নৌকায় চরফ্যাশনের দক্ষিণ আইচা বাবার বাড়ি থেকে আড়াই বছরের সন্তানকে নিয়ে এক গৃহবধূ বেতুয়া লঞ্চঘাট হয়ে মনপুরায় শ্বশুরবাড়ি ফিরছিলেন। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়াল এলাকায় তাকে ওই স্পিডবোট থেকে তুলে নিয়ে একদল যুবক ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই নারী।

শনিবার রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে নজরুলসহ ছয়জনের বিরুদ্ধে মনপুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বাকি আসামিরা হলেন একই ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরন (২৬)। অপর আসামি স্পিডবোট চালকের নাম জানা যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন,

নজরুল ইসলামকে রোববার দুপুরে মনপুরা বিচারিক হাকিম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এদিকে, স্থানীয় ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজলের সঙ্গে বিরোধের কারণে ষড়যন্ত্রমূলকভাবে নজরুলকে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযৈাগ নজরুলের স্ত্রী রিমা বেগমের।

শনিবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রিমা বেগম প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে রিমা বলেন, ইউপি নির্বাচনে বিরোধিতার জের ও ঘাট ইজারাসহ ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল ভিকটিমকে ব্যবহার করে নজরুল ইসলামকে ফাঁসিয়েছেন।

নজরুল ধর্ষকদের কবল থেকে ওই নারীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন বলেও রিমা বেগমের দাবি।

সংবাদ সম্মেলনে নজরুলের বাবা আলী আজগর ও মা পিয়ারা বেগমও উপস্থিত ছিলেন।

দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. অলিউল্লাহ কাজল তার বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা বলে দাবি করেন। তিনি ঘাটের ইজারার সঙ্গে সম্পৃক্ত নন বলে জানান।