ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চার প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে এক বাবা।
Published : 25 Oct 2019, 10:58 PM
ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাঙবড়াইল গ্রামের বাসিন্দা হতদরিদ্র ইব্রাহিম মিয়ার পাঁচ মেয়ের মধ্যে চারজনই প্রতিবন্ধী।
ইব্রাহিম বলেন, “আমি মরে গেলে ওদের দেখবে কে? কার কাছে রেখে যাব? আমার অবর্তমানে চার সন্তানকে আগলে রাখার কাজটা কে করবে?
“সন্তানদের ভবিষ্যৎ ভাবনায় আমার স্ত্রীও এখন অনেকটা মানসিক ভারসাম্যহীন।”
ওই এলাকার হজরত আলী ও আশরাফুল ইসলাম বলেন, পরিবারটি নিদারুণ কষ্টে জীবন যাপন করছে। ইব্রাহিমের একটি মেয়ে ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। তা দিয়ে এদের চলে না। বাবা ইব্রাহিমের সময় যায় সন্তানদের দেখাশোনা করতে করতে।
আশরাফুল বলেন, “সহায়-সম্বলহীন ইব্রাহিমের পরিবারের জীবন চলছে কঠিন দরিদ্রতায়; কোনো দিন খেয়ে, কোনো দিন অনাহারে। মূলত মানুষের সাহায্য-সহযোগিতায় চলছে তাদের দিন। এক রকম গড়িয়ে গড়িয়েই চলাফেরা করেতে হয় এই প্রতিবন্ধীদের।”
তারা জন্মের সময় থেকে প্রতিবন্ধী বলে ইব্রাহিম জানান।