‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষ্যে নোয়াখালীতে শিশুদের অংকন প্রতিযোগিতা 

নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2019, 10:03 AM
Updated : 25 Oct 2019, 10:39 AM

জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার সকালে শহরের ‘পুলিশ কেজি স্কুল’ অডিটেরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে ‘ক’ বিভাগে প্রাক-প্রাথমিক থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১৮০ জন এবং ‘খ’ বিভাগে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৩৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) জেলার সভানেত্রী তানিয়া আলমগীর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদু রহিম, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার দেওয়া হবে করা হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান।

এছাড়া এদিন বিকালে জেলা পুলিশ লাইন্সে পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্য এবং সাংবাদিকদের মাঝে প্রীত ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশের সঙ্গে জনসাধারণকে সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার উদ্দেশ্যেই এই দিবস পালন।