মানহানি মামলায় খালাস ইমদাদুল হক মিলন

দৈনিক কালেরকণ্ঠের সম্পাদক ইমদাদুলক হক মিলনসহ চারজনকে একটি মানহানির মামলায় খালাস দিয়েছে মাদারীপুরের একটি আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 04:11 PM
Updated : 21 Oct 2019, 04:12 PM

সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ হোসেন এই রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি ‘জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আখের গোছানোয় মগ্ন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক কালেরকণ্ঠ।

ওই সংবাদে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে-এর নামে ভুল ও অসত্য সংবাদ প্রকাশ হয় বলে দাবি করা হয় মামলায়।

এই অভিযোগে দৈনিক কালেরকণ্ঠের সম্পাদক ইমদাদুলক হক মিলন, স্টাফ রিপোর্টার তৈমুর ফারুক তুষার, স্টাফ রিপোর্টার হায়দার আলী ও মাদারীপুর জেলা প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আকাশীকে আসামি করে ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হয়।

আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম রেজা বলেন, “বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে তাতে বাদীপক্ষ সন্তুষ্ট। পাশাপাশি সত্যের জয় হয়েছে।”

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে দৈনিক কালেরকণ্ঠের মাদারীপুর জেলা প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আকাশীসহ তার সহকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আনন্দ প্রকাশ করেন।