কুমিল্লায় বাড়ির পাশের ডোবায় শিশুর গলাকাটা লাশ

কুমিল্লার সদর উপজেলায় দশ বছরের এক শিশুর গলাকাটা লাশ তার বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আট্ক করেছে পুলিশ।  

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 05:14 AM
Updated : 20 Oct 2019, 05:24 AM

উপজেলার সাতরা চম্পকনগর এলাকা থেকে শনিবার রাত ৯টার দিকে মেহেদী হাসান রিফাতের লাশ উদ্ধার করা হয় বলে কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মো. আনোয়ারুল হক জানান।

রিফাত সৌদি প্রবাসী আলমগীর হোসেনের ছেলে।

নিহতের চাচা আবদুল হান্নান বলেন, রিফাত পাশের বাড়ির বিউটি আক্তারের কাছে প্রাইভেট পড়তো। শনিবার সন্ধ্যা ৭টার দিকে রিফাত তার কাছে প্রাইভেট পড়তে যায়। এরপর সে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিউটির বাসায় খোঁজ করে।

“এ সময় বিউটি জানায় যে, প্রাইভেট পড়ানো শেষে তিনি মেহেদিকে বাসার গেটের ভেতরে দিয়ে গেছে। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি ডোবা থেকে মেহেদীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।“

রিফাতকে উদ্ধারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

তিনি বলেন,“নিহতের গলাকাটা ছিল এবং ঘাড়ে একাধিক জখমের চিহ্ন রয়েছে।“

ওসি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক এবং লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।