কিশোরগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের কর্মবিরতি

এক আইনজীবীকে ‘হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলার’ অভিযোগ এনে কিশোরগঞ্জে এক বিচাকের অপসারণ চেয়ে কর্ম বিরতি পালন করেছে আইনজীবীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 10:59 AM
Updated : 17 Oct 2019, 10:59 AM

কিশোরগঞ্জ আইজীবী সমিতির নেতারা বলছেন, জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একজন বিচারকের অপসারণ দাবিতে বৃহস্পতিবার তাদের এই কর্মসূচি পালিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মো. ফেরদৌস বলেন, “গত বুধবার ওই আদালতের এজলাসে এক আইনজীবী পেশকারের কাছ থেকে একটি মামলার নথি নিয়ে দেখলে বিচারক ক্ষুদ্ধ হন। তিনি ওই আইনজীবীকে হাতকড়া পরিয়ে আসামির কাঠগড়ায় তোলার নির্দেশ দেন।”

পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক জরুরি সভায় বৃস্পতিবার জেলার সব আদালতে কর্ম বিরতি এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সংশ্লিষ্ট বিচারকের আদালত বর্জনের কর্মসূচি নেওয়া হয়।

ফেরদৌস দাবি করেন, আইন মন্ত্রণালয় ও হাই কোর্টকেও এ বিষয়ে অবহিত করেছেন তারা।

তিনি বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই বিচারকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলার আর্জি জানানো হয়েছে।

তবে হাকিম মো. রফিকুল বারী বৃহস্পতিবার পর্যন্ত কোনো আদেশ দেননি বলে আইনজীবী সমিতির সভাপতি জানান।