লক্ষ্মীপুরে গণপিটুনিতে একজনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে ‘চুরি করে পালানোর সময়’ গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 11:00 AM
Updated : 15 Oct 2019, 11:00 AM

মঙ্গলবার ভোরে উপজেলার দরবেশপুর ইউনিয়নের জগৎপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রামগঞ্জ থানার এসআই মাসুদ রানা জানান।

নিহত নজরুল ইসলাম (৩৫) একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এ সময় চোরদের ছুরিকাঘাতে রামগঞ্জ পৌর কার্যালয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মোস্তাফিজুর বলেন, ভোরে একদল চোর ফকির মিঝি বাড়ির মাহাবুবুর রহমান, মোশাররফ হোসেন ও মোবারক হোসেনের ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে মালামাল লুট করে।

পরে তারা তার বাড়ির টিনশেড ঘরের মাটি খুঁড়ে ভেতরে প্রবেশ করে। টের পেয়ে তিনি নজরুল ইসলামকে জড়িয়ে ধরে চিৎকার দেন বলে জানান মোস্তাফিজুর।  

তিনি বলেন, এ সময় চোর দলের অন্য সদস্যরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা গিয়ে ঘরটি ঘেরাও করে নজরুলকে আটক করে গণপিটুনি দেয়।

“খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “গণপিটুনিতে নিহত নজরুল এলাকার চিহ্নিত চোর। বেশ কিছুদিন এলাকা ছেড়ে কুমিল্লায় ছিল। ফিরে এসে আবারও এলাকায় চুরি করা শুরু করে। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।”

নজরুলের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।