বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ২ শিক্ষক নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন; আহত হয়েছেন এর চালক, যিনি পুলিশের কনস্টেবল।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2019, 01:09 PM
Updated : 11 Oct 2019, 01:09 PM

জেলার আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে বোয়ালিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার নূরুল ইসলামের ছেলে ফজলে রাব্বী (৩০) ও পাবনার বেড়া উপজেলার কৈটোলা গ্রামের সোহরাব শেখের ছেলে জহুরুল ইসলাম(২৮)।

ওসি জালাল বলেন, পাবনার ঈশ্বদী আরএসবি রেলওয়ে থানার কনস্টেবল মনিরুজ্জামান (২৮) ও দুই স্কুলশিক্ষক এক মোটরসাইকেলে করে নওগাঁর ডানা পার্কে বেড়াতে যাচ্ছিলেন।

“পথে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষক নিহত হন।”

দুর্ঘটনায় নুরুজ্জামান আহত হন। তাকে বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি জালাল।

দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছেন বলেও তিনি জানান।