নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের ১৪ বছরের সাজা

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় একজনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 04:01 PM
Updated : 9 Oct 2019, 04:01 PM

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা বুধবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত বাবুল মাঝি (৪২) সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নেরর চিতাশাল এলাকার কাঞ্চন মাঝির ছেলে।

বাবুল পলাতক রয়েছেন।

ওই আদালতের এপিপি জাসমিন আহম্মেদ মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ৩০ জুলাই বাবুলকে গ্রেপ্তার করে র‌্যাব। সে সময় তার কাঁধে ঝোলানো পুরনো একটি বাগ থেকে দুই হাজার ৬৭৫ ইয়াবা, মাদক বিক্রির দুই হাজার ২০০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা হলে পুলিশ বাবুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

এপিপি জাসমিন বলেন, মামলায় মোট চারজনের সাক্ষ্য নিয়েছে আদালত। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত বাবুলকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।