স্ত্রী-পুত্র হত্যার দায়ে মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রী ও ছেলেকে নদীতে ফেলে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 01:59 PM
Updated : 2 Oct 2019, 02:00 PM

বুধবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডিত অন্তর হোসেন রমজান (৩৯, বর্তমান বয়স) খুলনা নগরীর খালিশপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

অন্তর হোসেন রমজান দুই বছর আগে স্ত্রী তৈয়েবা খাতুন (২২) ও ১৪ মাসের ছেলে রহিমকে নদীতে ফেলে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী এনামুল হক বলেন, ২০১৭ সালের ২৭ জুন সকালে রমজান বরিশালে আত্মীয়র বাড়ি যাওয়ার কথা বলে স্ত্রী তৈয়েবা খাতুন ও ছেলে রহিমকে নিয়ে বাড়ি থেকে বের হন। বিকালে রূপসা সেতু এলাকায় ঘুরতে যান তারা।

“এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসরিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় রমজান মায়ের কোল থেকে জোর করে তার ছেলেকে কেড়ে নিয়ে রূপসা নদীতে ফেলে দেন। এরপর স্ত্রী তৈয়েবাকেও নদীতে ফেলে দেন।

ওই সময় সেতু এলাকায় ঈদ উপলক্ষে ঘুরতে আসা লোকজন রমজানকে ধরে পুলিশে সোপর্দ করে।

পরে তৈয়েবা খাতুনের মা রশিদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।