মাগুরার ডেঙ্গু রোগীকে ঢাকায় আনার পথে মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত মাগুরার এক যুবককে উন্নত চিকিৎিসার জন্য ঢাকায় আনার পথে মারা গেছেনে বলে খবর পাওয়া গেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 06:19 AM
Updated : 2 Oct 2019, 06:19 AM

মঙ্গলবার রাত ৯টা দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয় তার এক প্রতিবেশী জানিয়েছেন।

নিহত নাজমুল মোল্যা (৩০) মাগুরা সদরের বরুণাতৈল গ্রামের আব্দুর রশিদ মোল্যার ছেলে। দুই সন্তানের জনক নাজমুল শহরের পারনান্দুয়ালী মসজিদ মার্কেট এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।

নিহত নাজমুল মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শুক্রবার ভর্তি হয়েছিলেন বলে জানান হাসাপাতালে পরিচালক ডা. স্বপন কুমার কুণ্ডু।

উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার সেখান নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।

বর্তমানে পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে উল্লেখ করে ডা. স্বপন বলেন, “এ পর্যন্ত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪১৩ জন ভর্তি হয়েছেন।

নিহত নাজমুলের প্রতিবেশী সোহাগ হোসেন জানান, গত শুক্রবার ডেঙ্গু ধরা পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

“গত মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থা আরও খারাপ হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ৯ টা দিকে তার মৃত্যু হয়।”

রাতে নাজমুলের লাশ মাগুরা সদরের বরুনাতৈল গ্রামে এসে পৌঁছায়।

মাগুরায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাজমুলসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেল। অন্য তিনজন হলেন- সদরের পুটিয়া গ্রামের জয়া সহা, ধরহরা চাঁদপুর গ্রমের কলেজছাত্র সুমন মোল্লা, নিরাপত্তাকর্মী জয়নাল শরীফ।