গাজীপুরে ব্যবসায়ীর ‘১৬ লাখ’ টাকা ছিনতাই

গাজীপুরে গুলি করে এক ব্যবসায়ীর ‘১৬ লাখ টাকা’ ছিনতাই হওয়ার খবর পওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 10:14 AM
Updated : 29 Sept 2019, 10:14 AM

রোববার সকাল ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার সিয়াম ফিলিং স্টেশনের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

এ সময় ছিনতাইকারীদের মারধরে জাপান ট্যোবাকোর মালিক নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের পক্রিয়া চলছে উল্লেখ করে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি কাওসার আহমেদ চৌধুরী জানান, কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কারখানার মালিক ও পুলিশ জানায়, জাপান টোবাকোর মালিক নূরুল হক ও ছয়জন কর্মচারী চান্দনা চৌরাস্তার অফিস থেকে ‘১৬ লাখ ৪১ হাজার টাকা’ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পূবালী ব্যাংকের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন।

অফিস থেকে কিছুদূর যাওয়ার পর সকাল ১১টার দিকে পিছন থেকে ৬-৭ জন ছিনতাইকারী লাঠিসোটা ও রড নিয়ে তাদের উপর হামলা চালায়। ছিনতাইকারীদের মারধরে নূরুল হক ও কর্মচারী সোহেল আহত হয়েছে।

এক পর্যায়ে ছিনতাইকারীরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে কর্মচারী সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে জয়দেবপুরের দিকে পালিয়ে যায় বলে জানান তারা।

নূরুল হক রতন জানান, তাদের কাছে একটি ব্যাগে ১৬ লাখ ৪১ হাজার টাকা ছিল।