ঝিনাইদহে পৌরগুদাম থেকে ৮০ বস্তা ভিজিএফ’র চাল উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার গুদাম থেকে সাড়ে ৮০ বস্তা ভিজিএফ’র চাল উদ্ধার করেছে প্রশাসন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2019, 09:21 AM
Updated : 19 Sept 2019, 09:21 AM

বৃহস্পতিবার শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুচ এ চাল উদ্ধার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনিুস জানান, অবৈধভাবে ভিজিএফ-র চাল মজুত রাখার খবর পান জেলা প্রশাসক।

“তার নির্দেশে তিনি চাল উদ্ধার ও জব্দ করেছেন।

“এ চাল কোরবানির ঈদের আগে দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ আসে। কিন্তু বিতরণ না করে মজুত করে রাখা হয়েছিল।”

শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম জানান, এ চাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একশ’ ৬১টি ভিজিএফ-র কার্ডধারী দুস্থদের মাঝে বিতরণের জন্য বরাদ্ধ ছিল। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর নায়েব আলী চাল ডেলিভারি না নেওয়ায় গুদামে মজুত পড়ে ছিল।

এদিকে কাউন্সিলর নায়েব আলির মোবাইলে বারবার যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, এ ব্যাপারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধারকৃত চাল জব্দ করে ওই গুদামে সিলগালা করে রাখা হয়েছে।