গাজীপুরে গাঁজা চাষিকে কারাদণ্ড

গাজীপুরের সালনায় গাঁজা গাছ চাষ এবং বিক্রি করার দায়ে এক ব্যাক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2019, 05:19 AM
Updated : 19 Sept 2019, 05:21 AM

দণ্ডিত মো. জাহাঙ্গীর আলম (৩০) গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার মো. শফিকুর রহমানের ছেলে।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ বলেন, গোপনে খবর পেয়ে বুধবার বিকাল ৫ টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

“পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ”

পরে জাহাঙ্গীরের বাগান বাড়িতে চাষ করা পাঁচ কেজি গাঁজা ও গাঁজা গাছ ধ্বংস এবং তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে এ র‌্যাব কর্মকর্তা জানান।