টঙ্গীতে ছয় হাজার ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

গাজীপুরে ছয় হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 05:01 PM
Updated : 10 Sept 2019, 05:01 PM

মঙ্গলবার টঙ্গীর মধুমিতা রোড এলাকায় এই অভিযান চালায় র‌্যাব-১-এর সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন স্থানীয় আমতলীর শহিদুল্লাহর ছেলে মো. রাসেল হোসেন (২২) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যবাড়ি জয়নগর সিকদার বাড়ী এলাকার মো. আবুল বাশার সিকদারের ছেলে মো. জহির উদ্দিন (৩১)।

র‌্যাব-১-এর অধিনায়ক মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, সকাল পৌনে ৭টার দিকে  র‌্যাব-১- এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে মাদকের একটি চালান গাজীপুর আসছে। এ খবরের ভিত্তিতে র‌্যাবের দলটি টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডের রমজান আলী মার্কেটের সামনে অভিযান চালায়।

“এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন এবং  নগদ ৮৭ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।”

অধিনায়ক সারওয়ার বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা টেকনাফ সীমান্তবর্তী এলাকা দিয়ে মায়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা নিয়ে আসে।

“পরবর্তীতে ওই ইয়াবা বিশেষ কৌশলে মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের মাধ্যমে ঢাকা ও এর আশেপাশের জেলায় পৌঁছায়।”