পটুয়াখালীতে অটোচালকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

‘পূর্ব বিরোধের জেরে’ পটুয়াখালীতে এক অটোচালকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2019, 06:11 PM
Updated : 7 Sept 2019, 06:11 PM

শনিবার রাত ৮টার দিকে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত মো. কবির হোসেন বয়াতী (৪০) ওই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় একই এলাকার কুদ্দুস হাওলাদার নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যায় কবির বগা বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় কুদ্দুস ও তার লোকজন কবিরকে তুলে কুদ্দুসের বাড়ি নিয়ে যায়। পরে কবিরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।

“কবিরের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে তাকে ফেলে রেখে কুদ্দুস ও তার লোকজন পালিয়ে যায়।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ কবিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই কবির মারা যান।”

ঘটনার পর কুদ্দুসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় আসামি কুদ্দুস হাজতবাস করে জামিনে বের হয়েছেন। ওই মামলার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।