চুয়াডাঙ্গায় নাজিমের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

চুয়াডাঙ্গা এলাকায় গুলিতে নিহত নাজিমের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2019, 04:51 AM
Updated : 7 Sept 2019, 04:51 AM

বিজিবির ধোপাখালি ক্যাম্প কমান্ডার রেজাউল করিম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর সীমান্ত দিয়ে তারা লাশটি হস্তান্তর করে। রাতেই পুলিশের মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নাজিম চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মোহাম্মদ তারু মণ্ডলের ছেলে। বুধবার রাতে গুলিতে নিহত হন তিনি।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান শুক্রবার সকালে বলেছিলেন, নাজিমসহ চারজন জীবননগরের রাজাপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করেন।

“তারা মাদক ব্যবসায়ী। ভারতের অভ্যন্তরে বিএসএফ তাদের দেখে গুলিবর্ষণ করে। এতে নাজিমউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার লাশ নিয়ে যায় ভারতীয় পুলিশ।”

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, বিএসএফের কাছ থেকে লাশ পাওয়ার পর রাতেই তারা পরিবারের কাছে হস্তান্তর করেছেন। পরিবারের পক্ষে তার বড় ভাই রতন মিয়া লাশ গ্রহণ করেন।