বিএসএফের গুলিতে নিহত নাজিমের লাশ আসছে শুক্রবার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় সীমানায় গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার পর তার লাশ নিয়ে গেছে বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 08:23 AM
Updated : 6 Sept 2019, 09:38 AM

শুক্রবার তার লাশ ফেরত পাঠানো হবে বলে বিএসএফের বরাতে ঝিনাইদহের খালিশপুর বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) এর পরিচালক লেফনেট্যান্ট কর্নেল কামরুল আহসান জানান।

সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের তারু মণ্ডলের ছেলে নাজিম উদ্দিনকে (৩৫) বুধবার রাতে ভারতের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করে।

কর্নেল কামরুল আহসান বলেন, নাজিমসহ চার মাদক বিক্রেতা বুধবার রাতে দামুড়হুদার নিমতলা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে।

“এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে নাজিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।পরে দেশটির পুলিশ তার লাশ নিয়ে যায়।”

নাজিমকে ভারতের সীমানায় গুলি করে হত্যার পর বিএসএফ লাশ নিয়ে গেছে বলে বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন চলচিল।কিন্তু বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। 

বিজিবি কর্মকর্তা কামরুল বলেন, রাতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর এক পতাকা বৈঠকে বিএসএফ জানায় যে, শুক্রবার যেকোনো সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে নাজিমের লাশ হস্তান্তর করা হবে।

জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া বলেন, “রাজাপুর সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর হবে বলে জানতে পেরেছি। তবে, কখন বিএসএফ লাশ হস্তান্তর করবে তা জানা যায়নি।”