নারায়ণগঞ্জে ৪১ হাজার লিটার চোরাই তেলসহ একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলার মেঘনা নদী থেকে ৪১ হাজার লিটার চোরাই পামওয়েলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 04:41 PM
Updated : 6 Sept 2019, 05:09 PM

র‌্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শামসের উদ্দিন জানান, বৃহস্পতিবার গভীর রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর ছয়হিস্যা ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম (৪২) সোনারগাঁ উপজেলার ছয়হিস্যা গ্রামের আবুল কাসেম সরকারের ছেলে।

র‌্যাব কর্মকর্তা শামসের বুধবার সংবাদ সম্মলনে বলেন, ছয়হিষ্যা ঘাট এলাকায় চলমান জাহাজ থেকে কৌশলে দীর্ঘদিন ধরে পামওয়েলসহ অন্যান্য তেল চুরি করে আসছে কয়েকটি চক্র।

“চোরাই পামওয়েল তেল ব্যবসার মূল হোতা রফিকুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল স্বীকার করেছেন, ছয়হিস্যা ঘাটে বেশ কয়েকটি তেল চুরির সিন্ডিকেট গড়ে উঠেছে। এই তেল ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। পামওয়েল অন্য তেলের সঙ্গে মিশিয়ে বাজারে বিক্রি করা হয়।”