সিলেটে এইডিসের লার্ভা, ৩ দোকানকে জরিমানা

সিলেটের তিন দোকানের সামনে টায়ারে ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা থাকায় জরিমানা ও মালপত্র জব্দ করেছে সিটি করপোরেশন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 11:42 AM
Updated : 22 August 2019, 12:56 PM

২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন জানান, বৃহস্পতিবার শহরের ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

দোকান তিনটি হচ্ছে ওই এলাকার ঢাকা মটরস, কাকলি মটরস ও ভাই ভাই মটরস।

কাউন্সিলর লিপন বলেন, “এর আগে সিলেটের সর্বপ্রথম এইডিস মশার লার্ভা পাওয়া গেছে কদমতলীতে। এ কারণে এখানকার ব্যবসায়ীদের নিয়ে জন সচেতনতা সভা করেছি। কিন্তু অভিযানের সময় আবারও ওই এলাকার তিন দোকানে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

“ঢাকা মটরসকে ৫০ হাজার এবং কাকলি মটরসকে ১০ হাজার জরিমানা করা হয়েছে। আর ভাইভাই মটরসের মালপত্র জব্দ করা হয়েছে।”

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে ছিলেন।