খুলনা মেডিকেলে ডেঙ্গুতে রমনার পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

ঢাকার রমনা পার্কের এক পরিচ্ছন্নতা কর্মী ডেঙ্গু জ্বরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2019, 05:25 AM
Updated : 13 August 2019, 05:32 AM

হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতিম দেবনাথ জানান, মঙ্গলবার সকালে  মোহাম্মদ রাসেল (৩২) নামের ওই যুবকের মৃত্যু হয়। 

রাসেল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে। তিনি ঢাকার রমনা পার্কে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।

খুলনার সিভিল সার্জন এ এস এম আব্দুর রাজ্জাক বলেন, রাসেল সম্প্রতি ডেঙ্গু জ্বর নিয়ে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি হন।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে; এর মধ্যে চলতি অগাস্ট মাসের প্রথম ১১ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ।

সরকার চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১১৯ জনের তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।