টাঙ্গাইলে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

টাঙ্গাইলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 08:50 AM
Updated : 8 August 2019, 08:50 AM

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, বুধবার রাত ১০টার দিকে আরিফ হোসেন কাজল (২২) নামের ওই যুবকের মৃত্যু হয়।

আরিফ মিজর্চাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আলম মিয়ার ছেলে।

প্রদীপ বলেন, গত ৪ অগাস্ট আরিফ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। বুধবার সন্ধ্যার পর তার কাশির সঙ্গে রক্ত ও বমি শুরু হয় তার।

“এ সময় তার পরিবারের সদস্যদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। এর আগেই আরিফের মৃত্যু হয়।”

রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

প্রদীপ বলেন, এ পর্যন্ত কুমুদিনী হাসপাতালে ১০৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ৯১ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। বর্তমানে এ রোগে আক্রান্ত ১৩ জনের চিকিৎসা চলছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ছয়জন ভর্তি হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা জানান, তাদের হাসপাতালের ১৯৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১৩১ জন চিকিৎসা নিয়ে চলে গেছে। এখন ৬৮ জনের চিকিৎসা চলছে।