ঝিনাইদহে শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছে।
Published : 04 Aug 2019, 02:25 PM
রোববার সকালে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহনেওয়াজ জানান, এ ঘটনায় আহতদের মধ্যে ৩৭ জনকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছয়জনকে ঝিনাইদহ সদর ও কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
আর বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
ওসি বলেন,আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা মনোহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর ইসরাইল হোসেনের সঙ্গে একই গ্রামের মতিয়ার রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
“এর জেরে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের নারীসহ অন্তত ৪৫ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।”
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বাড়ি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।