প্রতিটি থানাকে জনবান্ধব করা হবে: এসপি বিপ্লব

রংপুরের প্রতিটি থানাকে জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2019, 03:37 PM
Updated : 27 July 2019, 03:40 PM

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

গত ২৪ জুলাই বিপ্লব সরকার রংপুরের পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) থাকাকালে রেকর্ড ২৩ বার তিনি শ্রেষ্ঠ উপ-কমিশনারের (ডিসি) পুরস্কার পান।

মতবিনিময়ে তিনি বলেন, আইন সবার জন্য সমান। তাই আইনের সেবা প্রত্যাশী সবার জন্যই থানা উন্মুক্ত হবে। দিন যতই যাচ্ছে জনগণ ও পুলিশের সম্পর্কে উন্নতি হচ্ছে।

“সাধারণ জনগণ থানার ওসিকে চেনেন, এসপিকে নয়। তাই থানার ওসিদের জনবান্ধব হতে হবে।”
এসপি বিপ্লব আরও বলেন, “অপরাধীর আলাদা কোনো পরিচয় থাকতে পারে না। অপরাধীর পরিচয় অপরাধী। সমাজ ও দেশের শত্রু তারা। তাই অপরাধীদের কোনো দল-মত থাকতে নেই।”

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. সাইফুর রহমান সাইফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. আরমান হোসেন, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর প্রেস ক্লাব, রংপুর সিটি প্রেস ক্লাব ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।