টেকনাফের মাদকের আসামি ইউপি চেয়ারম্যান বেনাপোলে আটক

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় কক্সবাজারের এক ইউপি চেয়ারম্যান ও অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবেনাপোল ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2019, 04:04 PM
Updated : 25 July 2019, 04:04 PM

বৃহস্পতিবার মো. শাহজাহান নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের এসআই খায়রুল ইসলাম জানিয়েছেন।

শাহজাহান কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাবেক টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের ছেলে। তাদের বাড়ি টেকনাফের লেংগুর বিল গ্রামে।

এসআই খায়রুল ইসলাম বলেন, বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে আটক করা হয়।

“ভারত যাওয়ার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার পর তথ্য যাচাই করে দেখা যায় তার নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং বিদেশ যাওয়ায় নিষোধাজ্ঞা রয়েছে।”

পরে তাকে আটক করে পোর্ট থানা পুলিশে তুলে দেওয়া হয় বলে খায়রুল জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের বলেন, তার পাসপোর্ট ব্লক ছিল। তাই ইমিগ্রেশন আটক করে আমাদের হেফাজতে দিয়েছে।