নারায়ণগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত

নারায়ণগঞ্জের বন্দরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি বিদ্যালয়ের দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2019, 05:52 PM
Updated : 24 July 2019, 05:52 PM

হয়রানির ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এ নির্দেশ দেন।

বরখাস্ত শিক্ষকরা হলেন নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক আল-আমিন ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক কাউসার হোসেন।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী বলেন, বাগদোবাড়িয়া গ্রামের নির্মিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে ইংরেজি শিক্ষক আল-আমিনের শাস্তির দাবিতে মানববন্ধন করে স্কুলের ছাত্ররা। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বুধবার দুপুরে সাংসদ সেলিম ওসমান বিদ্যালয়ে উপস্থিত হয়ে আলোচনায় বসেন।

“আলোচনায় সিদ্ধান্ত অনুযায়ী আল-আমিনকে এবং তাকে সহযোগিতা করার অভিযোগে হিসাববিজ্ঞান শিক্ষক কাউসার হোসেনকে বরখাস্ত করা হয়।”

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অপরাধে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিলও ঘোষণা করা হয় বলে ইউএনও জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ রশীদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহব্বায়ক আবুল জাহের ও মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ সালামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।