শেরপুরে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ বন্য হাতির মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ‘খাদ্যে বিষক্রিয়ায়’ একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 10:36 AM
Updated : 18 July 2019, 10:36 AM

উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহরুল ইসলাম জানান, বৃহস্পতিবার স্থানীয় বন বিভাগ উপজেলার ছোট গজনী টিলাপাড়া এলাকায় মৃত হাতিটির খোঁজ পায়। বুধবার রাতে তার মৃত্যু হয়েছে।

শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “এটি একটি বন্য হাতি। এর বয়স আনুমানিক ১৫ বছর। লস্বায় ১০ ফুট। উচ্চতা ৮ ফুট। এর শুঁড় ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা।”

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, “খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

শেরপুরের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা প্রাণতোষ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মৃত হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।