চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে ২ জন নিহতের খবর

চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

চাঁপাইনবাবঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 10:54 AM
Updated : 11 July 2019, 10:54 AM

স্থানীয় জনপ্রতিনিধি এই খবর দিলেও বিজিবি জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

জেলার শিবগঞ্জ উপজেলা দুর্লোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, “বুধবার রাতে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দোভাগী গ্রামের আসাদুর রহমানের ছেলে রয়েল রহমান ও মনোহরপুর হঠাৎপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন পটল।

“রয়েল ও পটলসহ আরও কয়েকজন গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তারা। সঙ্গীরা তাদের লাশ নিয়ে এসে গোপনে দাফন করেছে।”

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হয়রানি হওয়ার ভয়ে তারা প্রশাসন ঘটনা জানায়নি বলে চেয়ারম্যানের ভাষ্য।

এ বিষয়ে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এখলাসুর রহমান বলেন, “দুই বাংলাদেশি হত্যার ঘটনা স্থানীয়দের কাছ থেকে আমরাও জেনেছি। তবে আমাদের কাছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। যারা মারা গেছেন বলে খবর ছড়িয়েছে তাদের পরিবারের কেউ বিজিবির কাছে স্বীকার করেনি।”