সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামসগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 10:58 AM
Updated : 10 July 2019, 10:58 AM

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিকী ভূইয়া জানান, বুধবার সুরমা নদীর ষোলঘর পয়েন্টে পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবু বক্কর বলেন, লাগাতার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের প্রধান নদী সুরমাসহ অন্যান্য নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

”এ সব নদীর পানি জেলার সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুররে প্রায় শতাধিক গ্রামে ঢুকে পড়ায় জলাবদ্ধাতর সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে পানিবন্ধী হয়ে পড়েছেন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।”

এদিকে ঢলের পানিতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের শক্তিয়ালখোলা এলাকায় পানি উঠে গেছে। এতে জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়া পানি উঠেছে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর উপজেলা সড়কে বেশ কিছু জায়গায়। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সদর উপজেলার লালপুর গ্রামের বেলাল উদ্দিন বলেন, “মঙ্গলবার হঠাৎ করে গ্রামের বিভিন্ন বাড়িতে পানি ঢুকে পড়ে। রান্নাঘর, বাথরুম সব জায়গায় পানি প্রবেশ করায় আমরা পড়েছি মহা বিপদে। অধিকাংশ টিউবয়েল পানিতে ডুবে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। “

একই এলাকার সুরাইয়া খাতুন বলেন, “আমাগো দেখার কেউ নাই, রাইত থাইক্যা না খাইয়া আছি, চুলা জ্বালাইতে পারতেছি না। গোয়াল ঘরে পানি উঠায় গরু-ছাগল আমাদের সঙ্গে ঘরের ভেতর রাখতে হচ্ছে।”

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ জানান, ৩৭৩৫ প্যাকেট শুকনা খাবার মজুদ রাখা হয়েছে। সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসন কন্ট্রোল রুম খুলে পরিস্থিত পর্যবেক্ষণ করা হচ্ছে।