রাজশাহীতে সমবায় কর্মকর্তাকে কুপিয়ে জখম

রাজশাহীর মোহনপুর উপজেলায় এক সমবায় সমিতির কর্মকর্তাকে নিজ বাড়িতে কুপিয়ে জখম করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 10:33 AM
Updated : 1 July 2019, 10:33 AM
উপজেলা বাকশিমইল গ্রামে রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান।
নিহত আলতাফ হোসেন (৫৮) নওগাঁর জেলার মান্দা উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলতাফ বলেন, রোববার তার স্ত্রী জেসমিন আরা ছোট মেয়েকে নিয়ে বড় মেয়ের বাড়ি বেড়াতে যান। এ সময় বাড়িতে তিনি একাই ছিলেন এবং বাড়ির প্রধান ফটকে তালা না দিয়েই রাতে ঘুমিয়ে পড়েন।  

রাত ২টার দিকে মুখে কাপড় বেঁধে দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করেন। তারা প্রথমে তার মুখে স্কচটেপ মেরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে আলতাফের ভাষ্য।

তিনি বলেন, “এতে সফল হতে না পেরে তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। এ সময় আমি হাত দিয়ে তাদের আটকতে চেষ্টা করলে হাত কেটে যায়। এ সময় আমি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

পরে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী নেওয়া হয় বলে জানান আলতাফ।  
আলতাফের স্ত্রী বলেন, এ ঘটনায় সন্দেহভাজনদের নাম তারা থানায় জানিয়েছেন।

এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।