ঝিনাইদহে হত্যা মামলায় যাবজ্জীবন

ঝিনাইদহে সাত বছর আগের এক হত্যার মামলায় একজনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 10:51 AM
Updated : 18 June 2019, 10:51 AM

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এম জি আজম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত গণেশ ঝিনাইদহ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামের নরেণ সরদারের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ২৫ জুন বিকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে হাবিবুর রহমানের খাবারের দোকানের কর্মী মাজেদুল ইসলামকে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে গণেশ।

এ ঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে গণেশকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ গণেশের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত।