ঈদ কেনাকাটা করে ফেরার পথে বাইক দুর্ঘটনায় নিহত ২

ঈদের কেনাকাটা করে ফেরার পথে গোপালগঞ্জ সদরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটর সাইকেল অরোহীর প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 05:52 AM
Updated : 4 June 2019, 06:30 AM

সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী জানান, উপজেলার গোপীনাথপুর শরীফপাড়ার  ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার রাত ১০টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মকিত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৬) ও একই গ্রামের সৈয়দ লিটনের ছেলে সৈয়দ ওয়ালিদ (২২)।

আহত মোটর সাইকেল চালক আরিফ শেখসহ (৩২)  চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক হযরত বলেন, “গোপালগঞ্জ থেকে ঈদের  কেনাকাটা করে তিনজন মোটর সাইকেলে করে ঘোনাপাড়া যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মাওয়া থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংষর্ষ হলে ঘটনাস্থলেই নয়ন ও ওয়ালিদের মৃত্যু হয়।”

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শেখ বলেন, দুর্ঘটনায় মাইক্রোর সামনের অংশ এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধর কাজ শেষ করা হয়েছে।