নেত্রকোণায় অটো চালককে কুপিয়ে হত্যা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 07:44 AM
Updated : 16 May 2019, 07:45 AM

বুধবার উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে পুলিশ আটক করেছে।

নিহত জোবায়ের আলম হাসান (২২) এলাকায় অটোরিকশা চালাতেন জোবায়ের। তার বাবা রুহুল আমিন, মা কল্পনা আক্তার ও চাচা ফারুক মিয়াকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক তিনজন হলেন- আলমপুর গ্রামের আবুল কালাম আজাদ, খোকন ও ঝরনা আক্তার।

স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, জোবায়ের ও আজাদের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরাধ ছিল। এর জেরে বুধবার রাত দেড়টার দিকে আজাদ লোকজন নিয়ে জোবায়েরকে কোপায়। ওই সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে জোবায়েরের বাবা, মা ও চাচাও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে জোবায়েরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিনজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

ওসি জানান, আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।