শেরপুরে জেলা কালেক্টর পদের ২৪৭ বছর পূর্তি

শেরপুর জেলা প্রশাসন ‘কালেক্টর’ পদের ২৪৭ বছর পূর্তি উদযাপন করেছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2019, 05:16 PM
Updated : 14 May 2019, 05:16 PM

এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক  আনার কলি মাহবুব তার বক্তব্যে কালেক্টর পদ সৃষ্টির ইতিহাস তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, মূলত রাজস্ব আদায়ের জন্য কালেক্টর পদের সৃষ্টি হলেও কালের পরিক্রমায় পদটি এখন জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কালেক্টর হিসেবে সরকারের সকল বিভাগের সমন্বয় করে থাকে। প্রশাসনকে বেগবান করার লক্ষ্যে আইনশৃঙ্খলা, রাজস্ব ও উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয়ের মূল চাবিকাঠি হিসেবে কাজ করছে।     

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মমর্তা জনাব সাইয়্যেদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফিরোজ আল মামুন বক্তব্য রাখেন।