ভাঙ্গায় প্রাইভেটকার দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গাছে ধাক্কা দেওয়া এক প্রাইভেটকারের যাত্রী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন; দুর্ঘটনায় আরেক কর্মকর্তা আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 04:10 PM
Updated : 13 May 2019, 04:10 PM

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান-আল আসিফ (৩২) পূবালী ব্যাংকের ফরিদপুর আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল কর্মকর্তা ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈইল ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত আবুল বাসারের ছেলে।

আহসান-আল আসিফ বিবাহিত এবং এক ছেলের বাবা। আবুল বাসার কাশিয়ানীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।

দুর্ঘটনায় আহত হয়েছেন পূবালী ব্যাংকের ফরিদপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক এ কে এম আব্দুর রকিব (৫০)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মাহফুজুল হক বলেন, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটির ভিতরে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ওই দুই ব্যাংক কর্মকর্তা ওই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

পূবালী ব্যাংক ফরিদপুর শাখার প্রিন্সিপাল অফিসাল গৌতম চন্দ্র পাল বলেন, এই দুই ব্যাংক কর্মকর্তা শরীয়তপুর জেলার ভোজেশ্বর শাখা পরিদর্শন শেষে ফরিদপুর ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।