শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুদিনের উৎসব শুরু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2019, 05:55 PM
Updated : 8 May 2019, 05:55 PM

বুধবার শাহজাদপুর কাছারিবাড়ি মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জেলা প্রশাসন আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রমেলা।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, বিশ্বকবির দর্শনকে মানলেই মাদক-জঙ্গিবাদের আগ্রাসন থেকে দেশকে মুক্ত করে উন্নত সমৃদ্ধ প্রযুক্তিনিভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্ম ও সৃষ্টির মধ্যে যুগ যুগ ধরে মানুষের মাঝে বেঁচে রয়েছেন বলে মন্তব্য করে পলক।  

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইফতেখান উদ্দিন শামীমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর প্রমুখ বক্তব্য রাখেন।