জলঢাকা উপজেলা চেয়ারম্যান বাহাদুর

আইনি জটিলতায় স্থগিত থাকা নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 05:31 PM
Updated : 5 May 2019, 05:31 PM

রোববার রাতে ভোট গণনা শেষে উপজেলা পরিষদ হল রুমে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

স্বতন্ত্র প্রার্থী জলঢাকা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর চিৎড়ি প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৫৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনছার আলী মিন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৯৫ ভোট।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন প্রথম পর্যায়ে ১০ মার্চ জলঢাকা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে ওই সময় ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।