নাটোর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেলের মৃত্যু

নাটোরে মাছ ধরে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জেলের মৃত্যু হয়েছে;

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2019, 06:25 AM
Updated : 3 May 2019, 06:27 AM

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।  

শুক্রবার ভোর ৫টায় সিংড়া উপজেলার বালুভরা এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান।

নিহত বিদ্যুৎ হালদার (৩২) সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের খিতিশ হালদারের ছেলে। 

আহত রাখালগাছা গ্রামের সিমান্ত হালদার (২৮), মন্টু হালদার (৩৩), গোপাল হালদার (৪৫), অদ্যইত হালদার (২০) ও ভ্যান চালক আফজাল হোসেনকে (৪০) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, বিদ্যুৎ শেরকোল গ্রাম থেকে মাছ ধরে অন্যান্য জেলেদের সঙ্গে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়।

“এতে ভ্যানের যাত্রীরা সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিদ্যুতের মৃত্যু হয়।” 

ওসি মনিরুল বলেন, দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।