দিনাজপুরে কর অফিসে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ

কর অঞ্চল দিনাজপুর সার্কেল অফিসে গ্রাহকদের করের দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2019, 04:53 PM
Updated : 28 April 2019, 04:53 PM

দুদুক দিনাজপুর জেলা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবীর পলাশ রোববার একথা জানান।

আহসানুল কবীর পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত হয়েছেন গ্রাহকের করের টাকা সরকারের নির্দিষ্ট রাজস্ব খাতে জমা না দিয়ে এবং পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে দুটি চেকে ১০ লাখ টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে।

এর আগে তারা দিনাজপুর সোনালী ব্যাংক করপোরেট শাখায় অভিযান চালিয়ে আয়কর অফিসের চেক ও পে-অর্ডার জালিয়াতির তথ্যসমৃদ্ধ কাগজপত্র জব্দ করেন বলে জানান কবীর পলাশ।  

দুদুক জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং কর্তপক্ষের নির্দেশের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 

চেক ও পে-অর্ডার জালিয়াতি সংক্রান্ত দুদকের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কর অঞ্চল দিনাজপুর সার্কেলের সহকারী কমিশনার নানজীন আকতার নিপা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিও চাই তদন্ত হোক।”