জলঢাকা উপজেলা চেয়ারম্যান নির্বাচন ৫ মে

নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের স্থগিত হওয়া নির্বাচন হবে আগামী ৫ মে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2019, 04:21 PM
Updated : 28 April 2019, 04:21 PM

গত মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এ তথ্য জানান।

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় গত ১০ মার্চ এই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর। বাছাইকালে আব্দুল ওয়াহেদের মনোনয় পত্র বাতিল হয়।

এর বিরুদ্ধে তিনি জেলা প্রশাসকের কাছে আপিল করেন। জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।

এর পর আব্দুল ওয়াহেদ বাহাদুর উচ্চ আদালতে রিট করে তার প্রার্থিতা ফেরৎ পান।

ওই আদেশের পর জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ২০ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুরকে চিংড়ি মাছ প্রতিক বরাদ্দ দেন।

ফজলুল করিম বলেন, আব্দুল ওয়াহেদ বাহাদুর উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফেরত পেয়েছেন। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনছার আলী আপিল করলেও তা খারিজ হয়ে যায়।

এর ফলে নির্বাচন কমিশন জলঢাকা উপজেলা পরিষদের স্থগিত থাকা চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠানের জন্য গত ২৩ এপ্রিল গণবিজ্ঞপ্তি জারি করে।