মোংলায় ঝড়ে লঞ্চডুবিতে নিখোঁজ ৩: উদ্ধারে অভিযান

মোংলার পশুর নদীতে ঝড়ে ডুবে যাওয়া কার্গো ও লঞ্চসহ নিখোঁজ তিনজনের সন্ধানে অভিযান চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2019, 01:44 PM
Updated : 10 April 2019, 01:44 PM

হারবাড়িয়া এলাকায় মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে একটি সারবাহী কার্গো ও একটি লঞ্চ ডুবে যায়।

এ সময় লঞ্চের ক্রেন অপারেটর শাহ আলম (৫৫) এবং কার্গো এমভি হারদার দুই শ্রমিক আব্দুল লতিফ ও হেমায়েত হোসেন নিখোঁজ হন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার ক্যাপ্টেন আমিনুর রহমান জানান, বুধবার বেলা ১১টার দিকে হারবাড়িয়া এলাকায় মোংলা বন্দরের পাঁচটি উদ্ধার যান এবং বেসরকারি একটি স্যালভেজ টিম এই উদ্ধার অভিযানে নামে।

“আমাদের মালঞ্চ, অনুসন্ধান, অন্নেষাসহ মোট পাঁচটি উদ্ধার যান ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এখনও কার্গো, লঞ্চ এবং নিখোঁজ ক্রেন অপারেটর শাহ আলমের সন্ধান পাইনি। কার্গোর কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা আমাদের জানা নেই।”

নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।

গত ৫ এপ্রিল পানামা পতাকাবাহী এস্কোপস নামে একটি জাহাজ প্রায় সাড়ে আঠারো মেট্রিক টন টিএসপি সার নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকার ৫ নম্বর জেটিতে অবস্থান নেয়।

মেসার্স খুলনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ওই সার খালাসের কাজ পায়।

খুলনা ট্রেডার্সের ব্যবস্থাপক মাসুদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমভি হারদা নামে যে কার্গোটি ডুবে গেছে তার দুই শ্রমিক এবং লঞ্চের ক্রেন অপারেটর শাহ আলম নিয়ে মোট তিনজন নিখোঁজ রয়েছেন।