ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা হলে গুলি: রফিকুল ইসলাম

ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃংখলার চেষ্টা করলে গুলি করার হুমকি দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 05:46 PM
Updated : 28 March 2019, 05:46 PM

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “চতুর্থ পর্বের উপজেলা নির্বাচনে যদি কোনো ধরনের বিশৃংখলার চেষ্টা হয় তাহলে গুলি করা হবে।”

নির্বাচন কমিশন ভোটের অনূকূল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়াসহ চুতুর্থ পর্বের নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা পুলিশ সুপার আনোযার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা সাহেদুল ইসলাম, ২৫ বিজিবির অধিনায় কর্নেল গোলাম কবীর প্রমুখ।