১৩ বছর আগের হত্যা মামলায় হবিগঞ্জে একজনের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধের জের ধরে ১৩ বছর আগে হবিগঞ্জের বাহুবলে এক ব্যক্তিকে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 10:45 AM
Updated : 28 March 2019, 10:47 AM

বৃহস্পতিবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাছিম রেজা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মানিক মিয়া (৫০) উপজেলার মিঠাপুর গ্রামের আফতাব আলীর ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, জমির বিরোধ নিয়ে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বাহুবল উপজেলার মিঠাপুর গ্রামে লফিত মিয়া ও মানিক মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে প্রতিপক্ষের লোকজন লতিফের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মন্নান বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না মেলায় তােদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।