বান্দরবানে ৩ জেএসএস কর্মী আটক

বান্দরবানের রুমা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 11:02 AM
Updated : 25 March 2019, 11:02 AM

রুমা থানার ওসি আবুল হোসেন জানান, সোমবার সকালে উপজেলা সদর থেকে গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়।

এরা হলেন- জেএসএস এর রুমা উপজেলা সহ-সভাপতি ক্যসাপ্রু মারমা ও  থোয়ইসানু মারমা এবং ভূমি বিষয়ক সম্পাদক লামরাম বম।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া তাদের নামে থানায় ভূমি সংক্রান্ত মামলাও  রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জনসংহতি সমিতি বান্দরবান জেলা সহ-সভাপতি অংথোয়াইচিং মারমা বলেন, “লালরাম নামে ভূমি সংক্রান্ত মামলা রয়েছে। আদালত থেকে জামিন নিয়ে নিয়মিত হাজিরাও দিতেন।”

ষড়যন্ত্রমূলকভাবে আটক করে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।