ফেনীতে পৃথক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৮

ফেনীর সদর উপজেলায় একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কার দেওয়ার পর এক ট্রাক চালকের প্রাণ গেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 10:29 AM
Updated : 20 March 2019, 10:34 AM

এছাড়া একই উপজেলার ফতেহপুর এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ আটজন আহত হয়েছেন। 

বুধবার সকালে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ এবং ফতেহপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক মো. মজনু টাঙ্গাইল জেলার কালিহাটি থানার ফুলতলা গ্রামের রুস্তম আলীর ছেলে।

আহতদের মধ্যে মাহবুবুল হক (৪৩), ছালেহা বেগম (৫৫), তার ছেলে ওমর ফারুক (১৮), ছালেহার মেয়ে সুরাইয়া আক্তার (১৩) ও জগদীশকে (৪৫) ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুরাইয়া আক্তার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বাকিদের মধ্যে একজন অটো রিকশার চালক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে তিনিসহ দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মাহবুবুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কভার্ডভ্যানে ধাক্কা দেয়।

“এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপতাল মর্গে পাঠায় বলে এসআই জানান।

ফেনী মডেল থানার এসআই আবদুল আলিম বলেন, ঢাকামুখী  গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ফতেহপুর এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোসকে ধাক্কা দেয়।

“এ সময় ফতেহপুর থেকে ফেনী শহরগামী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়।”

এ সময় অটোরিকশার আট যাত্রী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান এসআই। 

তিনি বলেন, অটোরিকশা ও ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।