উপজেলা নির্বাচন: দিনাজপুরে আ. লীগ ৮, স্বতন্ত্র ৪

দিনাজপুরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নয় উপজেলার মধ্যে আওয়ামী লীগ চারটিতে ও স্বতন্ত্র প্রার্থীরা চারটিতে নির্বাচিত হয়েছেন। একটিতে জিতেছেন জাতীয় পার্টির প্রার্থী।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 06:06 PM
Updated : 18 March 2019, 06:06 PM

এর আগে চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা চারটিতে জয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সোমবার সকাল থেকে একটানা ভোট হয় এসব উপজেলায়।

রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচিতরা হলেন বিরলে নৌকা নিয়ে একেএম মোস্তাফিজুর রহমান, বীরগঞ্জে নৌকার আমিনুল ইসলাম, ফুলবাড়ীতে নৌকার আতাউর রহমান মিল্টন, নবাবগঞ্জে নৌকার আতাউর রহমান, চিরিরবন্দরে আনারসের তারিকুল ইসলাম তারিক, খানসামায় মোটরসাইকেলের আবু হাতেম, বিরামপুরে আনারসের খায়রুল আলম, কাহারোলে মোটরসাইকেলের আব্দুল মালেক সরকার এবং বোচাগঞ্জে লাঙ্গলের জুলফিকার হোসেন।

এর আগে আওয়ামী লীগের চারজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এরা হলেন সদরে ইমদাদ সরকার, ঘোড়াঘাটে আব্দুর রাফে খন্দকার, হাকিমপুরে হারুন-উর-রশিদ এবং পার্বতীপুরে হাফিজুল ইসলাম প্রামানিক।